ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগস্টে শেখ হাসিনা সরকারের শাসন পতনের পর দলটির নেতাকর্মীদের দখলে থাকা অসংখ্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিশেষ করে অবৈধ পন্থায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নামে বরাদ্দ হওয়া সরকারি সম্পদ উদ্ধারে জোরালো ভূমিকা রাখছে ড. মোহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার।
তবে আওয়ামী লীগ নেতা ও বরিশাল সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন হাওলাদারের চাঁদাবাজিসহ ওই ওয়ার্ডের শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি (কেডিসি) কলোনিতে বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছেন। এমনকি সাবেক এই কাউন্সিলর হাতুড়ি বাহিনী নিয়ে ওই এলাকার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) রাস্তা দখল করে দুই পাশে দোকান দিয়ে নিয়মিত ভাড়া তুলছেন। আওয়ামী লীগের শাসনামলে এ নিয়ে কেউ মুখ খোলার সাহস না পেলেও ছাত্র-জনতার বুল্ডোজার অভিযানের মধ্যেই বিষয়টি আলোচনায় এসেছে।
অভিযোগ রয়েছে, বিএডিসির তৃতীয় ও চতুর্থ শ্রেণির কিছু কর্মচারীর যোগশাজসে জয়নাল রাস্তার ওপর দোকান বসানোর সাহস দেখিয়েছেন। তিনি ওই কর্মচারীদের মাসিক হারে উৎকোচও দেন।
সূত্র বলছে, বিএডিসির রাস্তার দুই পাশে অন্তত ৫০-৬০টি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এর মধ্যে ১০ থেকে ১৫টি দোকান কেডিসি কলোনির অসহায় বাসিন্দাদের হলেও বাকিগুলো আওয়ামী লীগ নেতা জয়নালের নিয়ন্ত্রণে, যেখান থেকে প্রতি মাসে বেশ কয়েক লাখ টাকা ভাড়া তুলছেন জয়নাল। এ ছাড়া বাকি ১৫ দোকানমালিকও মাস শেষে সাধ্যমতো খুশি করেন তাকে।
রাস্তাটি দখল করে ভাড়া দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বিএডিসির উপপরিচালক (টিসি) কে এম আকতার হোসাইন। তিনি বলেন, রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দোকান দেওয়ায় তাদের কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক প্রবেশের ক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে হয় বেশি। রাস্তার ওপর গড়ে তোলা দোকানঘর ২০১৮ সালে একবার উচ্ছেদ করা হয়েছিল, কিন্তু কিছুদিন না যেতেই ফের দখল হয়ে যায়। এই বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হয়েছে। আশা করছি, খুব শিগগিরই অবৈধ প্রতিষ্ঠান অপসারণের নির্দেশনা আসবে।
জানতে চাইলে আওয়ামী লীগ নেতা জয়নাল সব অভিযোগ অস্বীকার করে বলেন, বিএডিসির রাস্তার দুই পাশে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোে বিষয়ে তিনি কিছুই জানেন না। কারা ওই প্রতিষ্ঠান থেকে চাঁদা তোলেন, সে বিষয়েও তিনি কিছুই বলতে পারবেন না। তবে মুজিববাদে বিশ্বাসী হওয়ায় তার বিরুদ্ধ ষড়যন্ত্র হচ্ছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :