সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তিকে আটক করা হয়েছে। র্যাব সদস্যরা শনিবার রাতে তাকে ঢাকায় তার মিরপুরের বাসা থেকে আটক করে পল্লবী থানা পুলিশে সোপর্দ করেন। মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ও পলাশ ডাঙ্গা যুব শিবিরের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার মেয়ে সেলিনা মির্জা মুক্তি।
ঢাকার পল্লবী থানার ডিউটি অফিসার এসআই ইব্রাহিম হোসেন রোববার সেলিনা মির্জা মুক্তির আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।
আপনার মতামত লিখুন :