রাঙ্গামাটিতে আ.লীগের তিন নেতা আটক

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৯:১৫ পিএম

রাঙ্গামাটিতে আ.লীগের তিন নেতা আটক

ছবি: সংগৃহীত

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলীসহ রাঙামাটিতে তিন জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটক অপর ২ জন হলেন সদও উপজেলা শ্রমিকলীগের নেতা শাহ জালাল মাঝি ও পৌর শ্রমিক লীগের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাওলা মিয়া। রোববার বিকালে পরিচালিত পৃথক অভিযানে এ তিন জনকে আটক করা হয় বলে জানায় জেলা ডিবি পুলিশ।

জানা যায়, এদিন বিকালে রাঙামাটি শহরের রিজার্ভমুখ নাপ্পিঘাটা এলাকার নিজ বাসায় পরিচালিত অভিযানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলীকে আটক করে ডিবি পুলিশের জেলা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া শহরের রিজার্ভবাজার এলাকায় পরিচালিত পৃথক অভিযানে দুই শ্রমিক লীগ নেতাকে আটক করা হয়েছে। পরে আটকদের রাঙামাটি কোতোয়ালি থানায় সোপর্দ করা হয় বলে জানান, জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দোস মোহাম্মদ।

এদিকে শহরের ইন্দ্রপুরি সিনেমা হল সংলগ্ন এলাকার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বরের বাসভবনেও অভিযান পরিচালিত হয়। কিন্তু তার আগে অভিযানের টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া শহরসহ জেলায় অভিযান শুরু হলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে শুরু করেছেন বলে জানা যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, সারাদেশের ন্যায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার অংশ হিসেবে রাঙামাটি শহর থেকে তিন আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। যাচাই বাছাই শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। 

আরবি/জেডআর

Link copied!