কুষ্টিয়ায় পৌর ছাত্রলীগের ২ নেতা আটক

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৯:৪০ পিএম

কুষ্টিয়ায় পৌর ছাত্রলীগের ২ নেতা আটক

ছবি: রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ায় কুমারখালীতে অভিযান চালিয়ে পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মোবিন হাসান প্রান্ত (২৮) ও উপ-দফতর সম্পাদক মো. মেজবাউল হক হৃদয়কে (২১) আটক করেছে পুলিশ।

রোরবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার ভোরে পদ্ম পুকুর ঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

ওসি সোলাইমান শেখ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্ম পুকুর ঘাট এলাকায় নাশকতা করার প্রস্তুতি করছে, এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পৌর ছাত্রলীগের সভাপতি ও উপ-দফতর সম্পাদকে আটক করা হয়। তাদেরকে নাশকতা ও বিস্ফোরক মামলায় আদালতে পাঠানো হয়েছে।


 

আরবি/জেডআর

Link copied!