ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

ঘোড়ার গাড়ীতে রাজকীয় বিদায় মাদ্রাসা সুপারের

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৮:৩৩ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুরে মাদলা তানজিমুল উলুম দাখিল মাদ্রাসা সুপারের চাকরি জীবনের শেষে সুসজ্জিত ঘোড়ার টমটম গাড়িতে করে বিদায় দেওয়া হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাদ্রাসাটির সাবেক সুপার মাও. মুহা. আনোয়ারুল হক কে এভাবে রাজকীয় বিদায় জানায় সহকর্মী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

দাখিল মাদরাসা সুপারের বিদায় উপলক্ষ্যে প্রতিষ্ঠান চত্বরে আলোচনা সভায় স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ পক্ষে সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হয়। পরে সাবেক সুপার আনোয়ারুল হক এর কর্মময় জীবনের ওপর বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন, ২১নং ওর্য়াড কাউন্সিল রুহুল কুদ্দুস ডিলু, মাদরাসা সাবেক সভাপতি আজিজার রহমান, ভারপ্রাপ্ত সুপার গোলাম মোস্তফা, মাদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মিজানুর রহমান শামীম, জামায়াত নেতা আব্দুল লতিফ বাবু, আজাদুর রহমান, বিএনপির নেতা আব্দুল মোত্তালেব বাদল, বিদায়ী শিক্ষার্থী শাহ জালাল, সাজ্জাদ হোসেন, ইমরান হোসেন প্রমুখ।

সর্বশেষে প্রিয় শিক্ষককে কর্মস্থল থেকে নিজ বাড়িতে পৌঁছে দিতে সুসজ্জিত ঘোড়ার টমটম গাড়ি ব্যবস্থা করেন মাদসার দাখিল ২০১৮ ব্যাচের শিক্ষার্থীরা। ঘোড়ার টমটম গাড়ির আগে পিছে শিক্ষার্থীরা এগিয়ে দেন শিক্ষক আনোয়ারুল হককে। প্রিয় শিক্ষার্থী ও সহকর্মী এমন আয়োজনে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

এ বিষয়ে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন বলেন, একজন শিক্ষক যখন তার চাকরি জীবন শেষে বাড়ি ফিরে যান তখন অনেক কষ্ট পান। সন্তানতুল্য শিক্ষার্থীদের রেখে চলে যাওয়া খুবই কষ্টের। বিদায়ের কষ্ট কিছুটা কমানোর জন্যই কর্তৃপক্ষ ব্যতিক্রমী এমন আয়োজন করা হয়েছে। উপজেলায় উৎসবের বিদায় এই প্রথম।