ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১২:১৬ পিএম
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার নলবিলা বনবিটস্থ ডলমপীর শাহ মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী জিসান আলীকদম আবাসিক এলাকার ছৈয়দ আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, ঘাতক গ্রীনলাইন বাসটি কক্সবাজারমুখী এবং মোটরসাইকেল চট্টগ্রামমুখী ছিল। দুইটি মোটরসাইকেল যোগে আলীকদম থেকে বান্দরবান আদালতে মামলার হাজিরা দিতে যাচ্ছিলেন জিসান ও তার সহযোগী। এ সময় গ্রীনলাইন বাসের বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল পার হতে পারলেও অপরটি মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের একজন আরোহী মারা যান এবং অপরজন সুস্থ রয়েছে বলে জানা গেছে।

[33792]

চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ আরিফুল আমিন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি পালিয়ে যেতে সক্ষম হয়। তবে বাসটি খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।