রাজশাহীর ৬টি আসনের মধ্যে ৫টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর জামায়াতের মিডিয়া বিষয়কসম্পাদক আশরাফুল আলম ইমন।
তিনি জানান, রাজশাহী ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাদ রাখা হয়েছে রাজশাহী সদর আসন।
[33788]
তারা হলেন- রাজশাহী ১-অধ্যাপক মুজিবুর রহমান (তানোর-গোদাগাড়ি), রাজশাহী ২- অঘোষিত (মহানগরী), রাজশাহী ৩- অধ্যাপক আবুল কালাম আজাদ/কালাম চেয়ারম্যান (পবা-মোহনপুর), রাজশাহী ৪- ডা. আব্দুল বারী সরদার (বাগমারা), রাজশাহী ৫- নুরুজ্জামান লিটন (পুঠিয়া-দুর্গাপুর) ও রাজশাহী ৬- অধ্যাপক নাজমুল হক (বাঘা-চারঘাট)।
এবারের সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী।