ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

‘কিভাবে চলবে আমার সংসার’

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০১:৩২ পিএম

‘কিভাবে চলবে আমার সংসার? অবুঝ দুই সন্তানকে নিয়ে কোথায় যাবো?’ জেলে বিপুল মন্ডলের স্ত্রী মনি মন্ডল স্বামীর মরদেহ দেখে এভাবেই চিৎকার করে ওঠেন। এ সময় বার বার তিনি মূর্ছা যাচ্ছিলেন।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিখোঁজের ২ দিন পর খালে ভেসে উঠে জেলে বিপুল মন্ডলের মরদেহ। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে মুসল্লিরা নামাজ শেষে বাড়ি যাওয়ার সময় কোটালীপাড়া-পয়সারহাট খালে একটি ভাসমান মরদেহ দেখতে পায়। পরে গচাপাড়া এলাকা থেকে কোটালীপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। সেই মরদেহ দেখে এলাকাবাসী শনাক্ত করে এটি নিখোঁজ জেলে বিপুল মন্ডল। পরে তার স্ত্রী, সন্তান ও স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

[33803]

বিপুল মন্ডল কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া গ্রামের মতিলাল মন্ডলের ছেলে।

আমতলী ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম মিয়া বলেন, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে কোটালীপাড়া-পয়সারহাট খালে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর‌্যন্ত খালটিতে ফায়ার সার্ভিসের লোকজন তল্লাশি চালিয়েও বিপুলকে পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মরদেহটি বিপুলের বলে শনাক্ত করেছে তার পরিবার। বিপুল এর আগে দুইবার স্ট্রোক করেছিল বলে পরিবার জানিয়েছে। ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে স্ট্রোকজনিত কারণে পানিতে পড়ে সে মারা যায়। অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

[33788]

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম বিপুলের এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারকে সরকারিভাবে সহযোগিতার দাবি জানিয়েছে এলাকাবাসী।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাজাহান সিরাজ বলেন, বিপুল মন্ডল তালিকাভূক্ত মৎস্য ছিলেন। তার এমন মৃত্যু দুঃখজনক। এই অসহায় পরিবারের জন্য সরকারিভাবে সহযোগিতার চেষ্টা করবো।