নান্দাইলে হলুদ চাষে ঝুঁকেছেন কৃষকরা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০২:২৬ পিএম

নান্দাইলে হলুদ চাষে ঝুঁকেছেন কৃষকরা

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে হলুদ চাষে ঝুঁকছেন কৃষকরা। উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় এ বছর ব্যাপক পরিমাণ হলুদের চাষ করতে দেখা গেছে।

মসলা ফসলের মধ্যে হলুদ একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য। এটি এমনই একটি ফসল, যার চাহিদা থাকে সারা বছরই। হলুদ চাষে স্বল্প খরচে লাভ বেশি। এ কারণেই হলুদ চাষে ঝুঁকছেন কৃষকরা।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় আনুমানিক ২৫ হেক্টর জমিতে হলুদ চাষ করা হয়েছে।

সরেজমিনে উপজেলার অনেক স্থানে দেখা গেছে, পরিত্যক্ত জমি ও বাড়ির পাশে অন্য ফসলি জমির পাশাপাশি অনেক কৃষক হলুদ চাষ করছেন। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব জমিতে রোদ পড়ে না, পরিত্যক্ত থাকে, গাছপালা আছে অন্য কোন আবাদ ভালো হয় না, এসব জমিতেই হলুদ চাষ করা হয়ে থাকে। তবে পরিচর্যা ঠিক মতো না করলেও হলুদ ভালো হয়।

জমিতে হলুদ লাগানোর পর প্রায় এক বছরের মতো সময় লাগে পরিপক্ক হতে। ফাল্গুন থেকে চৈত্র মাসে হলুদের বীজ লাগাতে হয়। হলুদে তেমন গরু ছাগল ক্ষতি করতে পারে না।

চরবেতাগৈর ইউনিয়নের চরউত্তরবন্দ গ্রামের দুলাল শিকদার, শহীদ শিকদার, কুদ্দুস শিকাদার, সুলতান শিকদার ও আদিল জানান, হলুদ চাষে লাভ ভালো ফলন পাওয়া যায়। আশা করছি ভালো দামও পাবো।

কৃষক শহীদ শিকদার বলেন, প্রতিবছর হলুদ চাষ করি। আর এ ফসল চাষে করে লাভবান হচ্ছি। এবারো ৩০ শতক জমিতে হলুদ চাষে করেছি। আশা করি ফলন ভালো হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা নাইমা সুলতানা বলেন, উপজেলায় ২৫ হেক্টর জমিতে হলুদ চাষ করা হয়েছে। হলুদ একটি মসলা জাতীয় ফসল, আর এর নানান গুণাগুণ আছে সবাই জানি। হলুদের দামও অনেক বেশি, তাই কৃষক ফসল চাষ করে লাভবান হচ্ছে।

আরবি/এসআর

Link copied!