টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার লাভ করেছে বাঁশখালীর ২৬ শিশু-কিশোরসহ মোট ৫২ জন। দ্বিতীয়বারের মতো এই ব্যতিক্রমী আয়োজন করেন হাজী শামসুল আলম ফাউন্ডেশন। রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাঁশখালীর বৈলছড়ী ইউনিয়নের মধ্যম চেচুরিয়া হুজিত্যাপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদের বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ ৷
বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলামুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান চৌধুরী, উদ্বোধক ছিলেন মোহাম্মদ ইব্রাহিম সিআইপি, প্রধান বক্তা ছিলেন মাওলানা আব্দুর রহিম কক্সবাজার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈলছড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল কাদের, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সওগাত উল ফেরদৌস।
মাওলানা ইউছুফ আল জিহাদীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-হাজী শামসুল আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান দুবাই প্রবাসী মোহাম্মদ নাছির উদ্দীন, মসজিদের সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দীন।
পাঁচ ওয়াক্ত নামাজ, কেরাত, দোয়া, মাসাআলা প্রতিযোগিতার প্রশিক্ষক ছিলেন অত্র মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান। প্রতিযোগিতায় ২৬ কিশোরকে ডিনারসেট ও ক্রেস্ট, শিশুদের স্কুল ব্যাগ ও বৃদ্ধদের লুঙ্গিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন- `এলাকার শিশু-কিশোরসহ সকলকে নামাজমুখী করার এই ব্যতিক্রমী প্রয়াস নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। তরুণ সমাজের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ ও এলাকার শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় এমন ইতিবাচক উদ্যোগ সর্বত্র ছড়িয়ে দেয়া প্রয়োজন। হাজী শামসুল আলম ফাউন্ডেশন এমন জনহিতকর কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত রাখবে এমনটাই প্রত্যাশা।
আপনার মতামত লিখুন :