বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

দু’পক্ষের মারামারির ভিডিও ধারণ: সাংবাদিককে মারপিট

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৬:১২ পিএম

দু’পক্ষের মারামারির ভিডিও ধারণ: সাংবাদিককে মারপিট

ছবি: রূপালী বাংলাদেশ

রাজবাড়ী সদরে বালু মহালের টেন্ডার জমা দেওয়ার সময় দুই পক্ষের মারামারির ঘটনা ভিডিও করতে গিয়ে এক সাংবাদিক মারপিটের শিকার হয়েছে। সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব। আহত ইমরান হোসেন মনিম মাছরাঙা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি। তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ইমরান হোসেন বলেন, “জেলা প্রশাসকের কার্যালয়ে কালুখালী উপজেলার পাতুরিয়া বালু মহালের টেন্ডার ড্রপিং ছিল। টেন্ডার জমা প্রদান নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

“এ সময় ভিডিও ধারণ করলে ২০ থেকে ২৫ জনের একটি দল আমাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। ঘটনার সময় সেখানে পুলিশ ছিল। তাদের সামনে মারধর করা হলেও কেউ এগিয়ে না এসে তারা ঘটনাস্থল থেকে চলে যান।”

পরে স্থানীয় সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায় বলে জানান ইমরান হোসেন।

এ বিষয়ে জানতে রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমানের মোবাইল নম্বরে একাধিক কল করা হলেও তিনি ফোন ধরেননি।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, “বালু মহালের টেন্ডার ড্রপিং নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে পুলিশ মোতায়েন ছিল। যেহেতু সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ  পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। সেইসঙ্গে দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন তারা।

আরবি/জেডআর

Link copied!