ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ধর্মপাশায় কৃষক-কৃষাণি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৮:১১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

"হাওরের কৃষি, বৈচিত্র্যময় কৃষি"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় ধান ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদ প্রযুক্তি বিষয়ক দিনব্যাপী কৃষক-কৃষাণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম এই প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন।

এতে ধর্মপাশা সদর, সেলবরষ, সুখাইড় রাজাপুর দক্ষিণ ও পাইকুরাটি ইউনিয়নের ৬০ জন কৃষক-কৃষাণি অংশ নেয়।