ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

খুলনায় ৯ ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা

রূপসা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৮:৩১ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

খুলনার রূপসায় ৯টি ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানের নেতৃত্বদেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

এই অভিযান সম্পর্কে তিনি বলেন, পরিবেশ উদ্যোগে রূপসায় ৯টি ইট ভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন (২০১৩ ( সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে ইটভাটা পরিচালনা করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় রূপসা অগ্রণী ব্রিকসকে ২ লাখ টাকা, মুন ব্রিকসকে ২ লাখ টাকা, নিশান ব্রিকসকে ২ লাখ টাকা, রোজ ব্রিকসকে ৪ লাখ টাকা, সিটি ব্রিকসকে ২ লাখ টাকা, এলএসবি ব্রিকসকে ২ লাখ টাকা, এমএনএস  ব্রিকসকে ২ লাখ টাকা এবং আজাদ ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে সহযোগিতা করে রূপসা উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, রূপসা থানা, নৌ পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা বসেছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।