শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৯:৩০ এএম

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় পুলিশকে মারলেন স্বেচ্ছাসেবক দল নেতা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৯:৩০ এএম

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় পুলিশকে মারলেন স্বেচ্ছাসেবক দল নেতা

ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশকে মারধর করেছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শিবপুর থানায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে আটক করে।

স্বেচ্ছাসেবক দলের নেতার নাম আবিদ হাছান জজ মিয়া। তিনি শিবপুর উপজেলার পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে এবং শিবপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

শিবপুর থানা সূত্রে জানা গেছে, উপজেলার জয় নগরের ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে রাত ১০টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যান জজ মিয়া। সেসময় থানায় উপস্থিত হয়ে হাজতখানায় নাদিমের সাথে দেখা করতে চান তিনি। তবে কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে বাধা দেন।

কিছুক্ষণ পর জজ মিয়া ক্ষিপ্ত হয়ে সবুজ মিয়াকে মারধর করেন। পরে থানায় উপস্থিত অন্য পুলিশ সদস্যরা সবুজ মিয়াকে উদ্ধার করে। পুলিশ সদস্যরা এই ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আরও উত্তেজিত হয়ে বলেন, “এই থানায় চাকরি করলে আমাকে চিনতে হবে, আমার কথা শুনতে হবে, না হলে এখানে চাকরি করা যাবে না।”

জজ মিয়া এরপর নাদিম সরকারকে ছাড়িয়ে দেওয়ার জন্য হুমকি দেন। অবশেষে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় আহত সবুজ মিয়া বাদী হয়ে শিবপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এলাকার বাসিন্দাদের মতে, আটক জজ মিয়া একজন পেশাদার সন্ত্রাসী। স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সদস্য সচিব হওয়ার পর তার দৌরাত্ম্য আরও বেড়ে গেছে। হত্যা ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে শিবপুর থানার ওসি আফজাল হোসেন বলেন, থানায় এসে পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ার কারণে আহত কনস্টেবল সবুজ মিয়া তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

আরবি/এফআই

Link copied!