বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নড়াইল জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. হিমায়েত হুসাইন ফারুককে আহ্বায়ক, ইঞ্জি. রবিউল ইসলাম রুবেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. শোয়েব মিনাকে সদস্য সচিব করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দল আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দিয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুমোদন দেওয়া হয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত মো. হিমায়েত হুসাইন ফারুক বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদককে। তারা আমাকে যোগ্য মনে করে নড়াইল জেলা কৃষক দলের আহ্বায়ক করেছেন। দায়িত্বশীলতার সঙ্গে নড়াইল জেলা কৃষক দলেকে এগিয়ে নিয়ে যেতে চাই। কৃষকদের অধিকার রক্ষা ও সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
এদিকে, নবনির্বাচিত সদস্য সচিব মো. শোয়েব মিনা বলেন, জাতীয়তাবাদী কৃষক দল নড়াইল জেলা শাখার সদস্য সচিব পদে মূল্যায়ন করায় কেন্দ্রীয় কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।