ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনির উৎপাদন সাময়িক বন্ধ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০২:৫৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

যান্ত্রিক ত্রুটির কারণে আজ মঙ্গলবার থেকে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়েছে দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী মধ্যপাড়া পাথরখনির। তবে এটিকে সাময়িক বন্ধ বলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টা থেকে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বের মতোই খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রকৌশলীরা কাজ করছেন।

খনি সূত্রে জানা যায়, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকেই খনির উৎপাদন কাজের সঙ্গে সংশ্লিষ্ট যন্ত্রপাতিতে ত্রুটি দেখা দেয়। ওই ত্রুটির ফলেই আজ মঙ্গলবার সকাল থেকেই খনির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের (এমজিএমসিএল) চলতি দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন বলেছেন, খনিতে পাথর উৎপাদন শুরু করতে প্রকৌশলীরা কাজ শুরু করেছেন। দ্রুত সময়ের মধ্যে উৎপাদন পুনরায় চালু করা সম্ভব হবে বলে।