গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় পুলিশকে মারধর করেছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। পরে পুলিশ তাকে আটক করে। গতকাল সোমবার রাতে নরসিংদীর শিবপুর থানায় এ ঘটনা ঘটে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবিদ হাসান জজ মিয়াকে আটক করা হয়েছে। মারধরের শিকার পুলিশ সদস্য সবুজ মিয়া তাঁর বিরুদ্ধে মামলা করেছেন।’
শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবিদ হাসান জজ মিয়া উপজেলার পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে।
শিবপুর থানার পুলিশ জানায়, উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। রাত ১০টার দিকে তাঁকে ছাড়িয়ে নিতে দলবল নিয়ে থানায় আসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জজ মিয়া। থানায় এসেই তিনি হাজতখানায় নাদিমের সঙ্গে দেখা করতে যেতে চান। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাঁকে বাধা দেন। তাতে ক্ষিপ্ত হয়ে সবুজ মিয়াকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন জজ মিয়া। এ সময় পুলিশের সদস্যরা জজ মিয়াকে আটক করে।
এ সময় জজ মিয়াকে পুলিশ কেন চিনতে পারেনি এ জন্য ক্ষোভ প্রকাশ করেন। তিনি হমকি দিয়ে বলেন, এ থানায় চাকরি করতে হলে তাঁকে চিনতে হবে। তাঁর কথা শুনতে হবে। তা না হলে এখানে চাকরি করা যাবে না। এ সময় তিনি নাদিম সরকারকে ছেড়ে দিতে বলেন।
আপনার মতামত লিখুন :