দেশব্যাপী চলমান `অপারেশন ডেভিল হান্ট` এর আওতায় পার্বত্য খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও যুবলীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনিয়ে গেল ৪৮ ঘন্টায় চলমান অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তারদের তাদের মধ্যে চার জনকে মাটিরাঙ্গা বিভিন্ন এলাকা, দুইজনকে রামগড় ও একজনকে গুইমারা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গুইমারা উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ (৪৬)। সে গুইমারার মুসলিমপাড়ার বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে।
এদিকে, রামগড়ের মাহবুব নগর এলাকায় অভিযান চালিয়ে পাতাছড়ার ইউনিয়ের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. ইউছুফ পাটোয়ারী ও মো. আলমগীর হোসেন নামে এক আওয়ামীলীগ নেতাকে আটক করেছে রামগড় থানা পুলিশ।
এদিকে, চলমান অভিযানে মাটিরাঙ্গার বিভিন্ন এলাকা থেকে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- খাগড়াছড়ি সদর উপজেলার ইসলামপুর এলাকার শাহ আলমের ছেলে সবুজ ভূইয়া (৫০), মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের ডিপিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে বিল্লাল হোসেন (২৪), একই ইউনিয়নের দক্ষিণ আঁচালং এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে হাবিব উল্লাহ (২১) ও বর্ণাল ইউনিয়নের রাইটার পাড়া এলাকার মৃত. ফজলুর রহমানের ছেলে আবু জাফর (৫৩)।
মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল জানান, অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত `অপারেশন ডেভিল হান্ট` অভিযান চলবে।
আপনার মতামত লিখুন :