নরসিংদীর পলাশে মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তির দায়ে অনন্ত কুমার ধর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঘোড়াশাল পৌর এলাকার বালিয়ার বকুতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক বকুলতলা গ্রামের নির্মল কুমার ধরের ছেলে।
পুলিশ জানায়, অভিযুক্ত যুবক তার ফেসবুক অ শ ইধর নামের আইডি থেকে মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে অশালীন উক্তি করে। যা এলাকার ধর্মপ্রাণ
মুসলমানদের নজরে পড়ে। পরে এলাকাবাসীসহ ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষিপ্ত হয়ে তার বাড়ি ঘেরাও করে। এসময় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায়
নিয়ে আসে।
পলাশ থানার ওসি মোঃ মনির হোসেন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় অভিযুক্ত অনন্ত কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে
আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :