ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

তালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৮:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা তালা উপজেলার খলিষখালীতে পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। মারা যাওয়া শিশু কৈখালী এলাকার উজ্জল মন্ডলের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য তপন কুমার বাছাড় জানান, বেলা ১২টার দিকে খেলার ছলে শিশুকন্যাটি সবার অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। এরপর সাড়ে১২টার দিকে স্থানীয়রা পুকুর থেকে ভাসমান অবস্তায় শিশুর মৃত দেহ উদ্ধার করে।

বিকালে কৈখালী মাহাশ্মনে তার মরদেহ দাহ করা হয়। এ ঘটনায় গোটা এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে বলে জানান ওই ইউপি সদস্য।