লক্ষ্মীপুরে সাংবাদিকদের উপর হামলা-গুলি, আটক ১

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৮:৫২ পিএম

লক্ষ্মীপুরে সাংবাদিকদের উপর হামলা-গুলি, আটক ১

ছবি: রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে চার সাংবাদিকের উপর হামলা ও গুলির ঘটনায় আব্দুল শহিদ (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমানি লক্ষ্মীপুর গ্রামের আল্লাহরদান স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) অতিঃ পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

শহিদ উত্তর জয়পুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গনেশ্যামপুর গ্রামের জবর আলী বেপারী বাড়ির শাহজাহানের ছেলে। মামলার বাদি সাংবাদিক রফিকুল ইসলাম। তিনি দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি।

মামলার এজাহার সূত্র জানায়, গত ৩ ফেব্রুয়ারি বিকেলে সাংবাদিক রফিকুল ইসলাম তিনজন সহকর্মী সাংবাদিক আলাউদ্দিন, আবদুল মালেক নিরব ও ফয়সাল মাহমুদকে নিয়ে মোটরসাইকেল যোগে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গনেশ্যামপুর গ্রামে যান। তারা দত্তপাড়া কলেজ সড়কের ইয়াছিন হাজীর বাড়ির পশ্চিমে কাঁচা রাস্তার উপর পৌছার সাথে সাথে এজাহারনামীয় আসামীরা সহ অজ্ঞাতনামা আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে চার সাংবাদিকের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও গুলি করে এবং মালামাল লুটে নেয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। হামলার ঘটনায় সাংবাদিক রফিকুল ইসলাম বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

র‍্যাব জানায়, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে চন্দ্রগঞ্জের আমানি লক্ষ্মীপুর গ্রাম থেকে আব্দুস সহিদকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

আরবি/জেডআর

Link copied!