নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে হাসপাতাল ঘেরাও করে কর্মসূচি পালন করছে ছাত্ররা। এ সময় তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তত্ত্বাবধায়ক কার্যালয়ে তালা দেয় ছাত্ররা। এ সময় তত্ত্বাবধায়ক উপস্থিত ছিলেন না। এর আগে হাসপাতালের সামনে একটি প্রতিবাদ সভা করে ছাত্ররা।
[34026]
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, ৫ আগস্টের পর হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন, ওষুধ কালোবাজারে বিক্রি এবং বিভন্ন অনিয়ম-দুর্নীতি ও রোগীদের হয়রানি দূর করার বিষয়ে হাসপাতাল প্রশাসনকে বারবার বলা হলেও কোন প্রদক্ষেপ না নিয়ে হীরক জয়ন্তী পালনে ব্যস্ত। তাই বাধ্য হয়ে হাসপাতাল ঘেরাও করে তত্ত্বাবধায়ক এর কার্যালয়ে তালা দেওয়া হয়েছে। এর সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক এর কার্যালয়ে তালা থাকবে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে মোঃ ফজলে রাববী, এম এ হাসিব চৌধুরী, শাফিউল ইসলাম, সাদমান সাকিবসহ অনেকেই উপস্থিত ছিলেন।