ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

৪৪ বছরের পদধারী আ.লীগের নেতার ইসলামী আন্দোলনে যোগদান

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৯:১৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

১৯৮৪ সালে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক। ২০০৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত একই ইউনিয়নের সভাপতি। দলীয় গ্রুপিংয়ের শিকার হয়ে সভাপতি পদ হারিয়ে করতেন উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপ। সবশেষ আওয়ামী লীগের রাজনৈতিক ভরাডুবি দেখে এবার যোগদান করলেন ইসলামি আন্দোলন বাংলাদেশে।

[34027]

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হাতে হাত রেখে যোগদানকারী নেতা হলেন আমতলী  উপজেলা আ.লীগ সদস্য ও গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ব্রিকস ব্যবসায়ী আ্যডভোকেট মো. নুরুল ইসলাম মিয়া।

আমতলী উপজেলা মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গত রবিবার রাতে বাৎসরিক মাহফিল মাহফিল শেষে দলের আমীর ও চরমোনাইর পীর সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিমের সাথে সাক্ষাত করে মো. নুরুল ইসলাম মিয়া আওয়ামী লীগ ত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।

[34032]

এ বিষয়ে আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি গাজী মো.বায়েজিদ বলেন, মো. নুরুল ইসলাম মিয়া পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে তার বয়াত গ্রহণ করেন।

[34045]

দল পরিবর্তনের কথা স্বীকার করে  মো. নুরুল ইসলাম মুঠোফোনে বলেন, দীর্ঘ দিন আওয়ামী লীগ করে শেষ সময় এসে ইসলামীক ধারায় জীবন যাপন করতে তিনি ইসলামি আন্দোলনে যোগদান করেছেন। বাকী জীবন এই ধারায় থেকে মানুষের সেবা করতে চান বলে তিনি জানান।

তিনি আরো বলেন, গত ২০২১ সালে আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। যদিও তিনি সেই নির্বাচনে হেরে যান।