ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

ফেনীতে

ডিবি কার্যালয় থেকে যুবলীগ নেতার পালানোর চেষ্টা

আজিজ আল ফয়সাল, ফেনী
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৯:৩৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় এক যুবলীগ নেতা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তাৎক্ষণিক পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে জেলা ও দায়রাজর্জ আদালতের সামনে থেকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম মাজহারুল ইসলাম (৩৮)। তিনি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আবুল বশর মো. ইমরানের ছেলে এবং ওই ইউনিয়ন যুবলীগের সহ সভাপতির দায়িত্বে রয়েছেন।

[34036]

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে ফেনী শহরের সালাউদ্দিন মোড় সংলগ্ন স্থানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় মাজহারকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের ফাঁকে হঠাৎ যুবলীগ নেতা মাজহার ডিবি কার্যালয় থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক কয়েকজন পুলিশ সদস্য তাকে পেছন থেকে ধাওয়া করে জেলা ও দায়রাজজ আদালতের সামনে থেকে আটক করে।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোহাম্মদ শামশুজ্জামান বলেন, মাজহারকে আটকের পর তার বিষয়ে যাছাই বাছাই চলছিলো। এ সময় হঠাৎ সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া করে পূনরায় আটক করে। তাকে ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রস্তুুতি চলছে।