ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

ডেভিল হান্টে ইউপি চেয়ারম্যান আটক

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১০:০৮ পিএম
ছবি: সংগৃহীত

ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এড. শেখ কামালকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুতুবজোমের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ।

[34045]

থানা সূত্রে জানা গেছে, পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে শেখ কামালকে আটক করেছে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা রয়েছে। এছাড়া পরিবেশ আইনেও মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর তিনি অনেকটা আত্মগোপনে চলে গিয়েছিল।

ওসি কাইছার হামিদ বলেন, আওয়ামী লীগ নেতা কামালকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।