ময়মনসিংহের নান্দাইলের বাকপ্রতিবন্ধী স্বর্ণা আক্তার (১৫) ইতালির টরিনো যাচ্ছে অ্যাথলেট হিসেবে বিশেষ অলিম্পিক বিশ্ব শীতকালীন গেমস ফ্লোরবল খেলায় অংশ নিতে। এটি প্রথমবারের মতো ইতালি বিশেষ অলিম্পিক বিশ্ব গেমস আয়োজন করছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করে ক্যাম্পে যোগ দিতে বাড়ি ছাড়ে স্বর্ণা। আগামী ৮ মার্চ থেকে ১৫ মার্চ ইতালির পিডমন্টের টরিনোতে বিশেষ অলিম্পিক বিশ্ব শীতকালীন গেমস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্বর্ণা উপজেলার চণ্ডীপাশা ইউপির বারুইগ্রাম গ্রামের দরিদ্র কৃষক নুরু মিয়ার মেয়ে। জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী সে। উপজেলায় অবস্থিত সেবা ফাউন্ডেশন পরিচালিত সেবা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ালেখা করছে।
গত বছর জার্মানির বার্লিনে স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস ফুটবল খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে স্বর্ণপদক পেয়েছিল বাকপ্রতিবন্ধী স্বর্ণা আক্তার।
জানা গেছে, আগামী ১৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি ঢাকার সাভারের বিকিএসপিতে প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করার জন্য চিঠি পেয়েছে স্বর্ণা। সে বাংলাদেশ মহিলা ফ্লোরবল ক্রীড়া দলের একজন সদস্য।
স্বর্ণার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান আকন্দ বলেন, শুরু থেকেই স্বর্ণার খেলাধুলায় খুব আগ্রহ ছিল।
স্বর্ণা ছাড়াও তার বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন আরো আটজন শিক্ষার্থী নিয়ে চার বছর ধরে বেশ কয়েকবার তিনি প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে নিয়ে গেছেন। এখন স্বর্ণা দেশের হয়ে তালিকাভুক্ত আছে।
এ বিষয়ে নাদাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, ‘এর আগে স্বর্ণা সম্পর্কে আমার তেমন জানা ছিল না। এখন যা জানতে পেরেছি তার অভাবনীয় সাফল্য, যা নান্দাইল তথা দেশের গর্ব আমাদের স্বর্ণা। তার জন্য যা করা দরকার তা উপজেলা প্রশাসন করতে প্রস্তুত। আমরা এবার ইতালি থেকেও স্বর্ণার আরেকটি সাফল্যের অপেক্ষায় আছি।’