হালুয়াঘাটে ছয় ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৯:৫৪ এএম

হালুয়াঘাটে ছয় ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাটে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অভিযোগে ছয় ইটভাটা প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাত।

তথ্য সূত্রে জানা যায়, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫নং ধারা লঙ্ঘনের দায়ে ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার অপরাধে উপজেলার মেসার্স সোনালী ইটভাটাকে ৩ লাখ, মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে ৩ লাখ, মেসার্স এমবিএম ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার, ঢাকা ব্রিকসকে ৪ লাখ ৫০ হাজার, শ্রাবণী ব্রিকসকে ৩ লাখ ও মেসার্স আরএএস ব্রিকসকে ৩ লাখ টাকা করে ৬টি ভাটায় সর্বমোট ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

একইসঙ্গে ইটভাটার অনুমোদন ব্যতিত মাটি সংগ্রহপূর্বক ইটভাটা পরিচালনা না করার জন্য প্রত্যেকেই সতর্ক করা হয়।

এ সময় ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ রোকন মিয়াসহ থানা পুলিশের একদল সদস্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাত অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরবি/এসআর

Link copied!