ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

মধ্যরাতে বাসে আগুন, ঘুমিয়ে থাকা হেলপারের মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১২:২২ পিএম

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে যাত্রীবাহী বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই বাসে ঘুমিয়ে থাকা শিশু হেলপার সাহাবির মিয়া অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বালিগাঁও ব্রিজের ওপরে পার্কিং করে রাখা অবস্থায় গাংচিল পরিবহনের বাসে এ ঘটনা ঘটে।

[34079]

নিহত বাসের হেলপার সাহাবির মিয়া (১৪) লৌহজং উপজেলার পালেরগাঁও এলাকার সোহেল মিয়া ছেলে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, খবর পেয়ে লৌহজং ও টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুড়ে যাওয়া বাসের ভেতরে তল্লাশি চালিয়ে ঘুমিয়ে থাকা বাসের হেলপারের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।