সীমান্ত হত্যা বন্ধে দফায় দফায় বাংলাদেশ ও ভারতের উচ্চপর্যায়ের বৈঠকে প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী
(বিএসএফ)। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গত ১৫ বছরে শুধুমাত্র যশোরের শার্শা-বেনাপোল সীমান্তেই বাহিনীটির হাতে নির্মমভাবে
হত্যার শিকার হয়েছেন ৪১ বাংলাদেশি। এ সময় নির্যাতনের শিকার হয়েছেন আরও শতাধিক যুবক।
শুধু সাধারণ মানুষই নন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যও রক্ষা পাননি বিএসএফের হাত থেকে। গত বছরের ২২ জানুয়ারি বেনাপোলের ধান্যখোলা সীমান্তের বিপরীতে হত্যাকান্ডের শিকার হন বিজিবির সৈনিক রইচ উদ্দীন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। ওই দিন ভোর আনুমানিক সাড়ে ৫ টার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপি‘র জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারীদের সীমান্ত অতিক্রম করে আসতে দেখে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল দল তাদের ‘চ্যালেঞ্জ’করে। চোরাকারবারীরা তখন দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইস উদ্দীন চোরাকারবারীদের পিছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে জানা যায়, সে বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে ওই বিজিবি সদস্য মৃত্যুবরণ করেন। নিহত বিজিবির সিপাহী রইস উদ্দিন এর লাশ পতাকা বৈঠকের পর ২৪ জানুয়ারি সকাল ১০টা ১৫ মিনিটের সময় ৪৯ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
![](https://www.rupalibangladesh.com/media/imgAll/2024August/67ac7ccc8e550-image 2265465 (52).jpg)
সর্বশেষ ১৮ ডিসেম্বর বেনাপোলের পুটখালী সীমান্তে তিন বাংলাদেশিকে হাত-পায়ের রগ কেটে হত্যা করে বিএসএফ। প্রায় দুই মাস হতে চললেও এখনো জানা যায়নি কী কারণে তাদের হত্যা করা হলো। সে বিষয়ে এখনও পুলিশ কিছু জানাতে পারেনি। তবে নিহতদের পরিবারের দাবি ভারতীয় বিএসএফের নির্যাতনে তাদের মৃত্যু হয়েছে।
মানবাধিকার লঙ্ঘন করে এসব হত্যাকান্ডের একটিরও বিচার হয়নি। এনিয়ে মানবাধিকারকর্মীরা বলছেন, মাথা উঁচু করে সীমান্ত হত্যার কড়া জবাব
দিতে না পারলে এ ধারা অব্যাহত থাকবে।
সীমান্ত সূত্রে জানা যায়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় শার্শা-বেনাপোল সীমান্ত পথে গবাদিপশু পাচার, আত্মীয়ের সঙ্গে দেখা বা ভালো কাজের খোঁজে দুই দেশের মানুষ সীমান্ত পারাপার করে থাকেন। এ ছাড়া সীমান্তের শূন্যরেখার কাছে কৃষিকাজ কিংবা মৎস্য আহরণের জন্যও অনেককে সীমান্ত পথ অতিক্রম করতে হয়। ভুল করে কেউ ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গেলে বা অরক্ষিত সীমান্ত সামান্য অতিক্রম করলেই শুরু হয় বিএসএফের পৈশাচিক আচরণ। সীমান্তে চোরাচালান ও বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন প্রতিরোধের কারণ দেখিয়ে বিএসএফের বিতর্কিত শুট অন সাইট (দেখামাত্র গুলি) নীতি সীমান্তে বহাল রয়েছে। এতে বিএসএফ কারণে-অকারণে গুলি করে আসছে। তবে এখন গুলির পরিমাণ কমলেও নির্যাতন চালিয়ে হাত-পায়ের শিরা কেটে নদীতে ভাসিয়ে দেয়ার ঘটনা বেশি ঘটছে। তবে তাদের এ আক্রোশের শিকার কেবল বাংলাদেশিরাই। এসব হতাহতের একটি বড় অংশ হলো গবাদিপশু ব্যবসায়ী।
গত ১৫ বছরে শার্শা-বেনাপোল সীমান্তেই ৪১ বাংলাদেশি হত্যার শিকার হয়েছেন। তাদের মধ্যে এখনও পরিচয় মেলেনি ৬ জনের। নিহত গরু ব্যবসায়ীদের পরিচয় পাওয়া গেলেও দূরদূরান্ত থেকে আসা সীমান্ত পারাপারকারী অনেক নিহত মানুষের পরিচয় মেলে না। পরে স্থানীয়রা খোঁজখবর পেলেও মামলার ভয়ে তথ্য গোপন রাখেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৫ বছরে শার্শা-বেনাপোল সীমান্তে হত্যার শিকার বাংলাদেশিদের মধ্যে রয়েছেন শরীফ, রাজা, শওকত, আলমগীর,
জয় শিকদার, রাশেদুল ইসলাম, আব্দুল জলিল, ইসাফিল, মাখন মজনু, বাতেন আহম্মেদ, তরিকুল ইসলাম, মনির হোসেন, আশানুর রহমান, সফিয়ার,
আমির, গফ্ফার, মজনু, হাবিব, লিটন, সবুজ, আহম্মেদ, সাদ্দাম, সমীর,আলাউদ্দীন, মনির, হানেফ আলী, শাহাবুর, শাহিনুর রহমান, রিয়াজুল
মোড়ল, শরিফুল ইসলাম, বিজিবি সদস্য রইচ উদ্দীন, শাবু হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিএসএফের গুলিতে নিহত বেনাপোলের দিঘিরপাড় গ্রামের শাহাবুরের বোন রাবেয়া খাতুন বলেন, ‘ভাইকে মেরে হাত-পায়ের রগ কেটে, হাত পা
বেঁধে ফেলে দেয় নদীতে। গুলি করে ভাইকে না মেরে জেলে দিলে একদিন ফিরে আসত। পরিবার এখন অসহায় হয়ে পড়েছে।’
জাহাঙ্গীরের ভাই আলমগীর জানান, তার ভাই দীর্ঘ ১৫ বছর ধরে ভারতে থাকেন। তিনি ভারতীয় একটি মেয়েকে বিয়ে করে ওই দেশেরই নাগরিকত্ব
নিয়ে সেখানে বসবাস করতেন। বর্তমানে ভারতীয় ভিসা বন্ধ থাকায় জাহাঙ্গীর অবৈধ পথে মৃত্যুর কয়েকদিন আগে ভারত থেকে বাড়িতে বেড়াতে এসেছিলেন। ১৭ ডিসেম্বর রাতে ভারতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে ১৮ ডিসেম্বর সকালে লোকমুখে খবর পাই, জাহাঙ্গীরের মরদেহ পাঁচভুলোট সীমান্তের ইছামতী নদীর পাড়ে পড়ে আছে। পরে পুলিশ গিয়ে লাশ সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে।
![](https://www.rupalibangladesh.com/media/imgAll/2024August/67ac7cfe45557-image 2265465 (53).jpg)
নিহত বিজিবি সদস্য রইচ উদ্দীনের শ্বশুর আবুল কালাম জানান, রইসউদ্দিন বর্ডারে দেশ রক্ষায় জীবন দিয়ে আত্মত্যাগের পরিচয় দিয়ে গেছেন।
তাকে এভাবে গুলি করে হত্যা না করে যদি জেলে দিত, তাহলে হয়তো তাকে আমরা ফিরে পেতাম। ‘বিএসএফের গুলিতে তার জামাতার নির্মম মৃত্যু
আশা করেননি। এক বছর পেরিয়ে গেলেও হত্যার বিচার হয়নি। শুধু আমার জামাতা নয় বিএসএফের গুলিতে নিহত কোনো বাংলাদেশির এখন পর্যন্ত
বিচার পাননি। আন্তর্জাতিক সীমান্তে এমন মানবাধিকার লঙ্ঘনের একটিও বিচার হয়নি। তাই, অন্তর্বতী সরকারের কাছে এসব হত্যাকান্ডের
বিচার নিশ্চিতে উদ্যোগ নেয়ার দাবি নিহতদের স্বজনদের।
মানবাধিকার সংস্থা রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মলিক জানান, মানবাধিকার লঙ্ঘন করে এসব অমানবিক হত্যাকান্ড
প্রায়ই ঘটছে। একটা লোক যদি অপরাধী হয়, অনুপ্রবেশকারী হয় তাকে ধরে আইনের আওতায় এনে বিচার করা উচিত। এটা উভয় দেশের সরকার
সরকার কথা বলা উচিত, তা না করে তারা গুলি করে হত্যা করছে। এটা চরম মানবাধিকার লঙ্ঘন বলে মনে করেন তিনি। এর কড়া জবাব না দিলে এ ধারা অব্যাহত থাকবে।
যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুলাহ ছিদ্দিকী জানান, বিজিবি সৈনিক রইচ উদ্দীন নিহতের ঘটনায় বিচার কার্যক্রম চলমান। হত্যা বা অনুপ্রবেশ রোধে সীমান্তে নিয়মিত সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। বিজিবির পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে। একমাত্র সবার সচেতনতাই ভবিষ্যতে সীমান্ত হত্যা বা যে কোনো ধরনের প্রতিকার ঘটনা এড়াতে ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।
আপনার মতামত লিখুন :