হাজতে আ.লীগ নেতাকে মোবাইলে কথা বলতে বাধা, কনস্টেবলকে বিএনপি নেতার চড়

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৬:০৪ পিএম

হাজতে আ.লীগ নেতাকে মোবাইলে কথা বলতে বাধা, কনস্টেবলকে বিএনপি নেতার চড়

নরসিংদীর শিবপুরে ‍‍`অপারেশন ডেভিল হান্ট‍‍` অভিযানে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতার সঙ্গে হাজতখানায় মোবাইল ফোনে কথা বলতে না দেওয়ায় এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে পুলিশ কস্টেবলকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে শিবপুর থানা ভবনের হাজতখানার সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা আবিদ হাসানকে আটক করেছে পুলিশ। তিনি শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

পুলিশ ও স্থানীয়রা বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা, একাধিক মামলার আসামি নাদিম সরকার গতকাল সোমবার সন্ধ্যায় যৌথবাহিনীর চালানো ‍‍`অপারেশন ডেভিল হান্ট‍‍` অভিযানে গ্রেপ্তার হন। 

পরে তাকে ছাড়ানোর তদবির নিয়ে রাতে থানায় যান স্বেচ্ছাসেবক দল নেতা আবিদ। এ সময় কয়েকবার হাজতখানার সামনে গিয়ে গ্রেপ্তার নাদিমের সঙ্গে কথা বলেন তিনি। একপর্যায়ে নাদিমকে নিজের মোবাইলফোন দিয়ে বাইরে কথা বলানোর চেষ্টা করলে কর্তব্যরত কনস্টেবল সবুজ মিয়া বাধা দেন। এতে চটে গিয়ে কনস্টেবলকে থাপ্পড় দেন আবিদ।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন টিবিএসকে বলেন, ‍‍`মোবাইলে কথা বলানোর চেষ্টা করলে আবিদকে বাধা দিয়ে তাকে হাজতখানার সামনে থেকে চলে যেতে বলেন কনস্টেবল সবুজ। 

পরে আবিদ রেগে গিয়ে কনস্টেবলকে বলেন, "আমাকে চিনস?" "আপনাকে চেনার দরকার নেই, আপনি চলে যান"—এ কথা বলার পর সবুজকে থাপ্পড় মেরে আবিদ বলেন: "এখানে চাকরি করলে আমাকে চিনতে হবে, আমার কথা শুনতে হবে।

আফজাল হোসেন আরও বলেন, পুলিশ সদস্যকে থাপ্পড় মারার ঘটনায় আবিদকে তাৎক্ষণিক আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!