ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

বিএসটিআই মোবাইল কোর্টে প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৮:২৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক পরিচালিত একটি মোবাইল কোর্টে নরসিংদী জেলার সদর উপজেলায় অবস্থিত আনোয়ার ডাইং এন্ড প্রিন্টিং এন্ড ফিনিশিং প্রতিষ্ঠানকে বিএসটিআই এর কালার ফাস্টনেস রেটিংস নিয়মাবলী অনুসরণ না করার কারণে ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।

এদিন, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম), প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএসটিআই এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাবে, যাতে নিম্নমানের পণ্যের বাজারজাত প্রতিরোধ করা যায় এবং দেশের মানসম্পন্ন পণ্যের সরবরাহ নিশ্চিত করা হয়।