ঠাকুরগাঁওয়ে ভুয়া সেনা সদস্য আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০১:৩৪ পিএম

ঠাকুরগাঁওয়ে ভুয়া সেনা সদস্য আটক

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে মো. জাহিদুল ইসলাম (৩০) নামে এক ভুয়া সেনা সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি ) বিকেলে ঠাকুরগাঁও জেলা ডাকবাংলো আর্মি ক্যাম্পের (৭ বীর) আরপি গেটের সামনে সেনাবাহিনীর পিটি ড্রেস পরা অবস্থায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় জাহিদুলকে। এ সময় সেনা সদস্যরা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ঢাকা সেনানিবাসের ১০ সিগন্যাল ব্যাটালিয়নের সদস্য হিসেবে পরিচয় দেন। তবে সেনা নম্বর জানতে চাওয়া হলে তিনি শেষ পর্যন্ত স্বীকার করেন যে তিনি আনসারের সাবেক সদস্য।

জাহিদুল ইসলামের বাড়ি পঞ্চগড়ের আটোয়ারি থানার নলপুকুরি গ্রামে। তার বাবার নাম শফিকুল ইসলাম।

পরে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রায়হান মোহাম্মদ শাহরিয়ার তার মোবাইল চেক করেন। মোবাইলে দেখা যায় তিনি সেনাবাহিনীর পিটি ড্রেস পরে বিভিন্ন ছবি তুলেছেন এবং টিকটকে ভিডিও তৈরি করেছেন।

আনসার বাহিনীর ঠাকুরগাঁও সদর অফিসার মো. শরিফ মাহমুদের উপস্থিতিতে জাহিদুলকে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, ভুয়া সেনা সদস্যকে ঠাকুরগাঁও সেনাবাহিনী আটক করে। পরবর্তীতে তাকে তারা থানায় হস্তান্তর করে।

জানা যায়, ২০১৫ সালের ২৫ আগস্ট চট্টগ্রামের একটি আন্দোলনে অংশ নিয়েছিলেন জাহিদুল। সে সময় তিনি রাউজান থানার বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন। এরপর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তাকে আনসার বাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়।

আরবি/এসআর

Link copied!