ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

২ মাস আগে সৌদিতে, দুর্ঘটনায় প্রাণ হারালেন নুর আলম

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০২:৩৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

দুই মাস আগে সৌদি আরবে পাড়ি জমান বাংলাদেশি যুবক নুর আলম খান। ২০ দিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান তিনি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

নুর আলম (৩৬) ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের উমর খানের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। এ ছাড়াও তার স্ত্রী ৬মাসের অন্তঃসত্ত্বা।

জানা যায়, ধার-দেনা করে নুর আলম গত দুই মাস আগে বৈধভাবে সৌদি আরবে যান। ২০ জানুয়ারি সৌদি আরবের রিয়াদে তিনি সড়ক দুর্ঘটনার স্বীকার হন। পরে তাকে রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। জীবন বাঁচাতে এ সময় তার দুটি পা কেটে ফেলে চিকিৎসকরা। ২০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (১১ জানুয়ারি) তিনি মারা যান।

নিহতের আত্মীয় যুবদল নেতা মাহফুজ খান বলেন, ধার দেনা করে বিদেশ গেছিলো আমার ভাইরা-ভাই নুর আলম। পৈতৃক ভিটা বাদে তার কোন জমি নাই। তার মৃত্যুতে স্ত্রী সন্তানের ভবিষ্যৎ খুবই মর্মান্তিক হলো। কে দেখবে এই সংসার। মরদেহ দেশে আনার জন্য চেষ্টা চলছে।