সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম হচ্ছে বেতার: রাবি উপাচার্য

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৩:০২ পিএম

সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম হচ্ছে বেতার: রাবি উপাচার্য

ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেছেন, ‘সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম হচ্ছে বেতার। তারপরও সময়ের সাথে সাথে খাপ খাইয়ে নেয়ার একটা বিষয় আছে যে, তরুণ প্রজন্ম কী চায়। বেতার বিনোদন, তথ্য এবং একই সাথে জ্ঞানের মাধ্যম হওয়া উচিত, যেন তরুণ প্রজন্ম আবারও বেতারের প্রতি আগ্রহী হয়ে উঠে। ভালো পরিকল্পনা থাকলে আমরা হয়তো আবারও শিক্ষার্থীদের বেতারের দিকে ফিরিয়ে আনতে পারব।’

রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ব বেতার দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রাবির উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। এরপর একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বেতার ভবন থেকে শুরু হয়ে সিঅ্যান্ডবি মোড় প্রদক্ষিণ করে পুণরায় বেতার ভবনে গিয়ে শেষ হয়। পরে বেতার ভবন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রের পরিচালক কিশোর রঞ্জন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ  সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেতারের শ্রোতা ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 

আরবি/এসআর

Link copied!