ভোলার তজুমদ্দিনে গরু চুরির অপবাদে পিটিয়ে দুইজনকে হত্যা করার খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিণ চাপড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের মো. নুরুল হকের ছেলে নয়ন (৩০) ও বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের খাসমহল এলাকার সফিজল ইসলামের ছেলে আমির হোসেন (২৮)।
তজুমদ্দিন থানা পুলিশ জানায়, সোনাপুর ইউনিয়নের দক্ষিণ চাপড়ী এলাকায় বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আব্দুল খালেকের গোয়াল ঘরে ডুকে গরু নিয়ে যাওয়ার সময় মালিক টের পেয়ে ডাক চিৎকার করলে আশপাশের লোকজন ধাওয়া দিলে চোরেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সোনাপুর ৭নং ওয়ার্ডের ভূইয়া বাড়ির দরজা জামে মসজিদের মাঠে চোরদের ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী।
[34245]
পরে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে খবরে পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় দুই চোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্যাহ আল মামুন বলেন, গরু চুরির ঘটনায় সোনাপুরে দুই চোরকে গণধোলাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে অজ্ঞান অবস্থায় তাদেরকে উদ্ধার করে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করলে মরদেহ উদ্ধার করে ভোলা মর্গে পাঠানো হয়েছে।
[34243]
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত দুইজনের বিরুদ্ধে চুরির মামলা রয়েছে বলেও জানান ওসি।
তবে নিহত নয়নের বোন রোজিনা বলছেন ভিন্ন কথা। তিনি বৃহস্পতিবার সকালে কান্নাজড়িত কণ্ঠে রূপালী বাংলাদেশকে বলেন, পূর্ব শত্রুতার জেরে বাড়ির লোকজন আমার সামনে থেকে ভাইকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে লাঠিসোটা, রড, রামদাসহ দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আর এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করা হচ্ছে।
এই হত্যাকাণ্ডের বিচার চাই। নিহত নয়ন আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন বলেও জানান রোজিনা।