অপারেশন ডেভিল হান্টের অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে বরগুনা বেতাগীর থানা পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির।
গ্রেপ্তারকৃতরা হলেন-বেতাগী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৭ নম্বর ওয়ার্ডের পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জুয়েল। বুধবার ভোর রাতে তাকে তার বাসগৃহে আটক করা হয়। বিকেলে উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মজিবুর রহমানকে আটক করে পুলিশ।
বেতাগী থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মনির বলেন, আটকদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী মিছিলে হামলার অভিযোগ রয়েছে।
আপনার মতামত লিখুন :