ঠাকুরগাঁওয়ে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৪:৫৯ পিএম

ঠাকুরগাঁওয়ে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১২

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে ৫ম দিনে ১২ জনকে আটক করা হয়েছে।

বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে আটক করতে সক্ষম হয়েছেন। তারা হলেন-সদর উপজেলার আউলিয়াপুর সরকারপাড়া গ্রামের-মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. রাসেল মাহমুদ (৩১), আরাজী সালন্দর গ্রামের -মো. শামসুল হুদার ছেলে মো. মেরাজুল ইসলাম ওরফে জজ মিয়া (৫০) একই গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মো. খাইরুল ইসলাম ওরফে জজ মিয়া (৫০) কে আটক করেছে পুলিশ।

একইদিন  ভুল্লি থানা পুলিশ পৃথক ঘটনায় গ্রেপ্তার করেছে ২ জনকে। তারা হলেন-বড় বালিয়া (শীতল সরকার পাড়া) গ্রামের মৃত আ. সামাদ সরকারের ছেলে মো. কিতাব আলী (৪২) এবং রংপুরের মিঠাপুকুর থানার সুলঙ্গা গ্রামের আব্দুস সালামের ছেলে মো. জুয়েল মিয়া (৩১)।

এদিকে পীরগন্জ থানা পুলিশ ২ জনকে আটক করেছে। তারা হলেন-বেলদহি গ্রামের আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম (৪৩) এবং  নিয়ামতপুর শাহাপাড়া গ্রামের মো. আনিছুজ্জামান মানিকের ছেলে মো. রেজাউল করিম ওরফে আকাশ (২৬)।

এছাড়াও বালিয়াডাঙ্গী থানা পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন-গোয়ালকারি গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে মো.  শফিকুল ইসলাম (চুটুম) (৫৫) এবং মহাজনহাট ধনিবস্তি গ্রামের মো. শহিদুর রহমানের ছেলে মো. মানিক হোসেন (৩২)। এছাড়াও রুহিয়া থানা পুলিশ সুদেব চন্দ্র নামে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি মাধবপুর শিমুলতলি গ্রামের বিরেন্দ্র নাথ বর্মনের ছেলে সুদেব চন্দ্র (৩৪) ।

এদিকে রানীশংকৈল থানা পুলিশ ৫ম দিনে ২ জনকে আটক করেছে। তারা হলেন-রানীশংকেল এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. টুলু (৬৫) এবং বলিধারাভাটা পাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. বিপ্লব (৩৩)। 

পুলিশ সুপার জাহিদুর রহমান শেখ জানান, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে অপারেশন ডেভিল হান্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। সন্ত্রাসীরা যেখানেই আত্মগোপনে থাকুক না কেন তাদের গ্রেপ্তার করা হবে।

আরবি/জেডআর

Link copied!