অপরাশেন ডেভিল হান্ট: ময়মনসিংহে তিনদিনে ৬১ জন গ্রেপ্তার

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৫:৫৩ পিএম

অপরাশেন ডেভিল হান্ট: ময়মনসিংহে তিনদিনে ৬১ জন গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে তিনদিনে অপরাশেন ডেভিল হান্টের আওতায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৬১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলার ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন সত্যতা নিশ্চিত করে জানান, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মিরন চৌধুরী (৫৫), ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম (২৩), আওয়ামী লীগের নেতা সালাউদ্দিন লাভলু (৫৫), সদর উপজেলার খাগডহর ইউনিয়ন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিয়া হোসেন (৪০) সহ ৬১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানায় ওসি সফিকুল ইসলাম খান বলেন, গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মামলায় আদালতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মো. আখতার উল আলম বলেন, দেশব্যাপী অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে এই অভিযান চলমান আছে। এই অভিযানে যারা গ্রেপ্তার হচ্ছে, তারা সবাই দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত এবং বিভিন্ন মামলার আসামি।

আরবি/জেডআর

Link copied!