ভারতের মাওলানা সা’দ কান্ধলভীর অনুসারীদের অংশগ্রহণে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বিগত বছরে, শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুনের আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের দ্বিতীয় পর্ব।
ইজতেমা ময়দানে মুসল্লিদের অবাধ প্রবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর পক্ষ থেকে তুরাগ নদে ৫টি ও বিআইডব্লিউটিএ একটি ভাসমান সেতু নির্মাণ করেছেন।
১৬০ একর জমির ওপর নির্মিত সুবিশাল প্যান্ডেলের কাজ, খুঁটিতে নম্বর প্লেট, খিত্তা নম্বর, বয়ান মঞ্চ, তাশকিল কামরা, বধির সাথীদের জন্য বিশেষ কামরা, পাহারা ও এস্তেকবালের জামাত তৈরি, হালকা নম্বর বসানোর কাজ শেষ করেছে ইজতেমায় আগত মুসল্লি ও স্বেচ্ছাসেবীরা।
[34264]
মাওলানা সা`দ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ময়দানে খিত্তায় খিত্তায় তালিম চলছে। বাদ জোহর ময়দানে আগত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন বাংলাদেশী মাওলানা মোশাররফ হোসেন, বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব এবং তা তরজমা করেছেন মাওলানা আব্দুল্লাহ চাঁদপুরী। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা ইয়াকুব সিলানী এবং তা তরজমা করেন মাওলানা মনির বিন ইউসুফ।
তিনি বলেন, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাদ ফজর বয়ান করবেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা আব্দুস সাত্তার। সকাল সাড়ে দশটায় খিত্তায় খিত্তায় তালিম হবে। বাদ আসর বয়ান করবেন নিজাম উদ্দিন মারকাজের হাফেজ মনজুর। বাদ মাগরিব বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা জামশেদ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ ফজর বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা মোরসালিন। সকাল সাড়ে ৯টায় তালিমের মওজুর বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের মুফতি ইয়াকুব। বাদ জোহর বয়ান করবেন আরবের জনৈক মেহমান, বাদ আসর বয়ান করবেন বাংলাদেশী মাওলানা মনির বিন ইউসুফ। বাদ মাগরিব বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা আব্দুস সাত্তার।
[34261]
তিনি আরও বলেন, রবিবার আখেরি মোনাজাতের দিন বাদ ফজর বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা মুফতি রিয়াসাত। হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করবেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা জামশেদ। তবে আখেরী মোনাজাত কে পরিচালনা করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।
মাওলানা সা`দ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির পক্ষে শীর্ষ মুরুব্বি ড. রেজাউল করিম বলেন, সুন্দরভাবে ইজতেমা করতে দেয়ায় সরকারকে ধন্যবাদ জানাই। তবে, আপাতত কোন শর্ত নিয়ে ভাবছেন না এবং সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে সকলের প্রতি আহবান জানান তিনি।
বিশ্ব ইজতেমায় কোনো ডেভিল এলে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জিএমপি কমিশনার ড. মো. নাজমুল করিম খান। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানের ২ নম্বর গেইটের ভেতরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আপনারা জানেন সারাদেশে অপারেশন ডেভিল হান্ট অভিযান চলছে। যে অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে। এসব সন্ত্রাসী গ্রেফতার এড়ানোর জন্য তাবলিগ জামাতকে ব্যবহার করতে পারে। আমি তাবলিগ জামাতের মুরুব্বি ভাইদের প্রতি অনুরোধ রাখব আপনারা আপনাদের মুসল্লি ভাইদের চেনেন। কোনো অপরাধী ইজতেমা ময়দানে অবস্থান করলে তাকে আমাদের হাতে ধরিয়ে দিন।
তিনি আরও বলেন, প্রথম পর্বের মতো আমরা দ্বিতীয় পর্বেও নিরাপত্তার জন্য ইজতেমা মাঠকে ৫টি সেক্টরে ভাগ করেছি। ৫টি সেক্টরের মাধ্যমে আমরা ১৬টি ওয়াচ টাওয়ার বসিয়েছি, যেখানে বাইনোকুলারের মাধ্যমে সার্বক্ষণিক মুসল্লি ভাইদেরসহ সব চলাফেরা পর্যবেক্ষণ করা হবে।
[34263]
কমিশনার বলেন, সাদপন্থিদের ইজতেমায় প্রায় ৭ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাবসহ অন্যান্য বাহিনীও মোতায়েন রয়েছে। ১৬টি ওয়াচ টাওয়ার, ৩৩৬টি সিসি ক্যামেরা, সার্ভিল্যান্স টিম, রুপটফ, ৩৫টি বাইনোকুলার, ২০টি চেকপোস্ট ও ৩৫টি মোবাইল টিম কাজ করছে।
উল্লেখ্য, ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) ইজতেমা সম্পন্ন হয়। এখন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সা`দ কান্ধলভী অনুসারীর মুসল্লিরা অংশ নিচ্ছেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার দ্বিতীয় পর্ব।