ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের এক অভিযানে বিভিন্ন সড়ক থেকে মাটি বোঝাই ৬টি ড্রাম ট্রাক এবং ড্রাইভার ও সহযোগী মিলিয়ে মোট ৮ জনকে আটক করা হয়েছে।
জানা যায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন। এ সময় সদরপুর থানার পুলিশ সদস্যরা তার সাথে ছিলেন।
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মোতালেব হোসেন বলেন, উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :