ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

কয়রায় ডেভিল হান্টে ইউপি সদস্য গ্রেপ্তার

কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৭:২০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

খুলনার কয়রায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে আবু সাঈদ বিশ্বাস নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তিনি কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় সুতির বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[34251]

বাংলাদেশ নৌবাহিনীর কয়রা কনটিজেন্টের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, অবৈধ অস্ত্র ব্যবসা, বনদস্যুদের অস্ত্র সরবরাহ, বনদস্যুদের খাবার সরবরাহ এবং সুন্দরবনে বীষ দিয়ে মাছ শিকারের সিন্ডিকেট পরিচালনাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।