কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ চার নেতাকে বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, হেসাখাল ইউপির পাটোয়ার গ্রামের মেসবাহুল ইসলামের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান খন্দকার (২৯), উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ইউপির পানকরা গ্রামের মৃত আবু তাহেরে ভূঁইয়ার ছেলে সহিদুর রহমান ভূঁইয়া (৫৯) ওরফে সাহাব উদ্দিন। আদ্রা উত্তর ইউপির আ.লীগ নেতা দক্ষিণ শাকতলী গ্রামের মৃত সফিকুর রহমানের ছেলে মাস্টার মাহবুল হক (৬০) ও ঢালুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি এবং একই ইউপির ঢালুয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে বাবুল মিয়া (৫০)।
নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক জানান, চলমান অপারেশন ডেবিল হ্যান্ট অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :