ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

দীপংকর তালুকদার কলেজ এখন তবুনিয়া কলেজ

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৯:১৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

রাঙামাটি জেলার কাউখালী উপজেলাধীন বেতবুনিয়ায় অবস্থিত দীপঙ্কর তালুকদার কলেজটির নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ’ করা হয়েছে। রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদারের নামে পূর্বে এটির নামকরণ করা হয়েছিল।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারের নির্দেশে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মুহাম্মদ রিজাউল করিমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জারীকৃত এ আদেশে বলা হয়, দীপংকর তালুকদার কলেজ‍‍`এর নাম পরিবর্তন করে ‍‍`বেতবুনিয়া কলেজ‍‍` নামকরণ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।

[34294]

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বেতবুনিয়াসহ কাউখালি উপজেলাবাসী সবাই চায় সরকারি অর্থায়নে কোন প্রতিষ্ঠান কোন ব্যক্তির নামে হতে পারে না। সাধারণ মানুষের প্রাণের দাবি, বেতবুনিয়া দীপঙ্কর কলেজের নাম পরিবর্তন করে‍‍` বেতবুনিয়া কলেজ‍‍` নামকরণ করা।

আমাদের দাবি মেনে নিয়ে সরকারি নির্দেশনা প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে। তাই আমরা কাউখালীবাসী ও বেতবুনিয়ার আপামর জনতা, স্থানীয় সরকার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং সংশ্লিষ্ট সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন করছি। শুভ হোক বেতবুনিয়া কলেজের নতুন পথচলা।

দীপংকর তালুকদার কলেজ‍‍` এর নাম পরিবর্তন করে ‍‍`বেতবুনিয়া কলেজ‍‍` নামকরণ করা হয়েছে।