সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদ অববাহিকার পাখিমারা বিলে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে স্থানীয়রা সাংবাদিক সম্মেলন করেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তালা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাখিমারা বিল কমিটির সদস্য গোলদার আশরাফুল হক।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৫ সালের জুলাই থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত ছয় বছর পাখিমারা বিলে টিআরএম কার্যক্রম পরিচালিত হয়। প্রকল্পের আওতায় কপোতাক্ষ নদীর জলাবদ্ধতা দূরীকরণসহ কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের উন্নয়ন এবং নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হয়। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের প্রতিশ্রুতি থাকলেও এখন পর্যন্ত সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হয়নি।
[34295]
তিনি আরও বলেন, ১৫৬২ একর আয়তনের এই বিলে প্রায় ১৫ হাজার মানুষ প্রত্যক্ষভাবে নির্ভরশীল। সরকার প্রতিশ্রুত ক্ষতিপূরণ হিসাবে একরপ্রতি বছরে ৪২,৬৯৬ টাকা বরাদ্দ দিলেও, ছয় বছরের স্থলে মাত্র দুই বছরের টাকা দেওয়া হয়েছে। এতে ২৯ কোটি ৮৮ লাখ ৭৪ হাজার ১৪৮ টাকা এখনও বকেয়া রয়েছে।
এছাড়া, পেরিফেরিয়াল বাঁধের জমির মালিকদের ১০ বছরের ক্ষতিপূরণ পাওয়ার কথা থাকলেও তাদেরও মাত্র দুই বছরের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বেসিনের অধিগৃহীত জমি ও সংযোগ খাল খননের জন্য অধিগ্রহণকৃত ১০.২৮ একর জমির ক্ষতিপূরণও পরিশোধ করা হয়নি।
গোলদার আশরাফুল হক বলেন, টিআরএম চলাকালীন সময় কৃষকদের ফসল উৎপাদন বন্ধ হয়ে যায়, অনেক পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়ে এবং গ্রাম প্লাবিত হওয়ার কারণে বহু পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়। তাই দ্রুত বকেয়া ক্ষতিপূরণ পরিশোধের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।