সুনামগঞ্জের ধর্মপাশায় ডা:রফিক চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক সপ্তাহ, স্কুল ডে ২০২৫ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দশধরী গ্রামের জোবাইদা গার্ডেনে ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টায় পবিত্র কোররআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আতিক আহমেদ`র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাহবুবুল কবির।
এছাড়াও অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিউটি আক্তারসহ সকল শিক্ষক ছাত্র/ছাত্রী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত ২ দিন জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার খেলাধুলা অনুষ্ঠিত হয় এবং আজ নাচ-গান, আবৃত্তি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৩টার দিকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :