ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

টাঙ্গাইলে সড়ক অব‌রোধ তু‌লে নিলো জুলাই অভ্যুত্থানের আহতরা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৯:৪৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত যুবদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় বিতরণ করা চেকগুলো একাউন্ট পে চেক হওয়ায় আহতরা চেক গ্রহণ করা অসন্তোষ প্রকাশ করলেও জেলা পরিষদের কোনো কর্মকর্তা এবিষয়ে কোনো কথা শুনেনি মর্মে অভিযোগ তোলা হয় । প‌রে তারা জেলা শিল্পকলা একাডেমির সামনে সড়ক অব‌রোধ ক‌রে।

১৩ ফেব্রুয়ারি বৃহস্প‌তিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়। এরপর ঢাকা- টাঙ্গাইল- ময়মনসিংহ সড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা।

[34299]

আহতরা জানায়, জেলা পরিষদের পক্ষ থেকে টাঙ্গাইলের শহিদ পরিবারদের ও ২১৭ জন আহতদের মাঝে আর্থিক অনুদান দেওয়ার জন‌্য শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠা‌নের আয়োজন ক‌রে। এসময় আর্থিক সহায়তা শহিদ পরিবারকে ৩০ হাজার ও আহতদেরকে ৫ হাজার করে টাকার চেক দেওয়া হয়। এ সময় তারা জেলা পরিষদের কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে তারা আহতদের সাথে কথা না বলে চলে যান। প‌রে ক্ষুব্দ হ‌য়ে আহতরা জেলা শিল্পকলা একাডেমির সামনে ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে।

অবরোধের দেড়ঘন্টা পর জেলা প‌রিষ‌দের প্রধান নির্বাহী কর্মকর্তা স‌ফিকুল ইসলাম, জেলা পরিষদের সচিব শামসুন্নাহার ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থ‌লে গি‌য়ে আশ্বাস দি‌লে আহতরা সড়ক অব‌রোধ প্রত‌্যাহার ক‌রে।

[34298]

জেলা শিল্পকলা একাডেমির সামনে ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অব‌রোধের কার‌ণে সড়‌কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগা‌ন্তি‌তে প‌ড়েন যাত্রী ও পথচারী।এ সময় বৈষম্য বিরোধী আন্দোলন টাঙ্গাইলের কয়েকজন ছাত্র প্রতি‌নি‌ধি উপস্থিত ছিলেন।