ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

কোটালীপাড়ায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৯:৫৪ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জেআসছে ২২ ফেব্রুয়ারি সমাবেশকে সফল করতে কোটালীপাড়ায় বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩  ফেব্রুয়ারি)  সকালে কোটালীপাড়া উপজেলা বিএনপির ঘাঘর বাজারের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কোটালীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম উজ্জামান সেলিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। 

[34300]

প্রস্তুতি মূলক সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম হাওলাদার, যুগ্ম আহবায়ক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ আলী দাড়িয়া, সদস্য সচিব ওলিউর রহমান হাওলাদার, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুরর হমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখসহ প্রমূখ বক্তব্য রাখেন।