বৌভাতে মাংস কম দেয়ায় বর ও কনে পক্ষের সংঘর্ষ, আহত ৬

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০৮:৩৩ এএম

বৌভাতে মাংস কম দেয়ায় বর ও কনে পক্ষের সংঘর্ষ, আহত ৬

প্রতীকী ছবি

বগুড়ার ধুনটে বৌভাতের অনুষ্ঠানে মাংস কম দেয়াকে কেন্দ্র করে কনে ও বর পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কনে পক্ষের অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা হলেন- কাহালু উপজেলার জামগ্রামের সুলতানা খাতুন (৩০), আবু হোসাইন (২৬), সুমন মিয়া (২৫), মানতাসা খাতুন (২৪), শাহজাহান আলী (৪৫) ও এলিনা খাতুন (৪২)।

তাদের মধ্যে গুরুতর আহত সুলতানা ও আবু হোসাইনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, গত বুধবার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামের অশ্লীলের ছেলে জামাল উদ্দিনের সাথে কাহালু উপজেলার শান্তা গ্রামের শহিদুল প্রামানিকের মেয়ে শর্মিলা খাতুনের বিয়ে হয়। বৃহস্পতিবার মেয়ে পক্ষের লোকজন ছেলের বাড়িতে আসেন তাকে নিয়ে যেতে। বিকেলে খাওয়া-দাওয়ার ফাঁকে মেয়ে পক্ষের লোকজনকে মাংস কম দেয়া ও খাওয়া শেষ হওয়ার আগেই দই দেয়ায় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কনের আত্মীয় সহ অন্তত ৬ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে দুপক্ষের মধ্যে সমঝোতা করা হয়েছে।

আরবি/এসআর

Link copied!