ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

ভালুকায় অটোরিকশা-মাহিন্দ্রা সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০২:২৮ পিএম
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা-মাহিন্দ্রা চালিত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের গোয়ারী ভাওয়ালিয়া বাজু বালিকা উচ্চ বিদ্যালয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চান্দারাটি নদীর পাড় এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে মনির হোসেন  (৪০) এবং সাতেঙ্গা এলাকার আব্দুল হাই‍‍`র ছেলে হামিদ মিয়া (৩০)। আহত অটোরিকশা চালক ধলিয়া এলাকার আহমদ মিয়ার ছেলে শাহজালাল (৪০)।

ফায়ার সার্ভিস জানায়, ভালুকাগামী একটি যাত্রীবাহী অটোরিকশা গোয়ারী ভাওয়ালিয়া বাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি মাহিন্দ্রা চালিত ট্রাকের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়। যার ফলে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মনিরের মৃত্যু। খবর পেয়ে ভালুকায় ফায়ার সার্ভিস আহত দুইজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকর হামিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশা চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।

ভালুকা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আতিকুর রহমান বলেন, অটোরিকশা-মাহিন্দ্র ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর ডাক্তাররা অপর একজনকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

ভালুকায় মডেল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র কুন্ড বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।