ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনন্দপুর গ্রামে ছেলের বটির কোপে নাসিমা বেগম নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সিয়াম মোল্লাকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসিমা একই গ্রামের মিজান মোল্লার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোরে ওই নারীর মরদেহ বিছানাতে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। ধারালো অস্ত্রের আঘাতে তাকে খুন করা হয় বলে ধারণা করা হচ্ছে।
ইউপি সদস্য মোসা মিয়া বলেন, ওই নারীর স্বামী ও ছেলে আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে নামাজ পড়তে মসজিদে যান। ফিরে এসে দেখেন বিছানাতে নাসিমা আক্তারের মরদেহ পড়ে আছে। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে নিহতের ছেলেকে আটক করা হয়।
নিহতের মেয়ে নাদিরা বেগম বলেন, আমার ভাই একজন মানসিক প্রতিবন্ধী। কয়েকদিন পরপর বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে যান। এ জন্য তাকে সারাক্ষণ নজরে রাখতেন মা। আমার ভাই কখনো মাকে খুন করতে পারে না। ভয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, সিয়ামকে বাড়ি থেকে বের হতে দেননি মা। সেই ক্ষোভে বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটিই জানিয়েছেন আটককৃত সিয়াম। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বের করার চেষ্টা অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :